ফেসবুকে উসকানিমূলক পোস্টের কারনে রাজধানী থেকে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ 168 0
ফেসবুকে উসকানিমূলক পোস্টের কারনে রাজধানী থেকে যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১
খবরের সময় ডেস্ক
এই সময়ে চলমান গণঅসন্তোষকে উসকে দিতে জনৈক শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (Sheikh Mohd Sharaf Nawar )নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করণে উসকানিমূলক পোস্ট দিয়ে বিকৃত মানসিকতা প্রকাশ করে। উক্ত ফেসবুক পোস্টগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দ্রুত সময়ে ভাইরাল হয়ে যায়। উক্ত পোস্টদাতার বিরুদ্ধে ফেসবুক ব্যবহারকারী সচেতন নাগরিকগণ, বিশেষত যুবসমাজ অনলাইনে প্রতিবাদ করে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের সময় এই ধরনের উসকানিমূলক প্রচারণার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে উক্ত পোস্টদাতাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে র্যাব-১ দ্রুততার সাথে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল রাজধানীর খিলক্ষেত থানাধীন বোনসাই বাংলা খাবার হোটেলের সামনে অভিযান পরিচালনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করায় শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯), পিতা- শেখ মোহাম্মদ শামসুল ইসলাম, মাতা- নাসিমা খাতুন, সাং- কুটের পাড়া, থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহ বর্তমান ঠিকানা- বাড়ি নং-১৬১/১১ রোড নং-৬, মোহাম্মদপুর, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর নিকট হতে ০১ টি মোবাইল ফোন ও ধর্ষণের প্রতিবাদ বিরোধী পোস্টের স্ক্রীনশট ২ কপি উদ্ধার করা হয়।